খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ ডিসেম্বর ২০২৫ ০৮:২৬ অপরাহ্ণ   |   ২১৯ বার পঠিত
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।
 

দলটির পক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের নিচতলায় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার তাকে খালেদা জিয়ার কক্ষে নিয়ে যান।
 

প্রায় আধা ঘণ্টা হাসপাতালের ভেতরে অবস্থান করে তিনি বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ চিকিৎসা অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
 

এর আগের দিন মঙ্গলবার রাতে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
 

গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসে ইনফেকশন শনাক্ত হওয়ায় অবস্থার অবনতি ঘটে। ২৭ নভেম্বর থেকে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা।