রাজধানীতে ভূমিকম্প অনুভূত

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার বিকেল ৫টা ১১ মিনিটে এ কম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামের ঢেকিয়াজুলি এলাকা। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রাজধানীর বাইরে সিলেটসহ দেশের আরও কয়েকটি অঞ্চলেও এই ভূকম্পন অনুভূত হয়। বিকেল ৫টা ১৩ মিনিটে সিলেট অঞ্চলে কম্পনটি টের পাওয়া যায়। এখানেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে গত এপ্রিলেও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। কয়েক সেকেন্ড স্থায়ী সেই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪। তখনও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে অনেকেই পোস্ট করেছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫