কক্সবাজারে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০২:৩৭ অপরাহ্ণ   |   ২৭৮ বার পঠিত
কক্সবাজারে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি:-

 

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে ১৫ ঘণ্টা পর। সোমবার সকাল ৬টার দিকে সমিতি পাড়া সংলগ্ন সৈকত থেকে ভেসে ওঠা মরদেহটি উদ্ধার করে কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেল।
 

নিহত ছাত্রের নাম জুহায়ের আয়মান (১৭)। তিনি বগুড়া পৌরসভার কাটনারপাড়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শরিফুল ইসলামের ছেলে।
 

জেলা প্রশাসনের পর্যটন শাখার দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার) মো. আজিম খান জানান, রোববার দুপুর আড়াইটার দিকে বগুড়া থেকে আসা তিন কলেজছাত্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নামেন। প্রবল ঢেউয়ের ধাক্কায় তারা সাগরে তলিয়ে গেলে লাইফগার্ড সদস্যরা দুজনকে জীবিত উদ্ধার করেন। তবে নিখোঁজ ছিলেন আয়মান। রাতভর ফায়ার সার্ভিস ও লাইফগার্ডের যৌথ অভিযানে তাকে খুঁজে না পাওয়া গেলেও সোমবার ভোরে তার মরদেহ পাওয়া যায়।
 

আয়মানের মামা মো. মোজাহিদুর রহিম জানান, পরিবার মরদেহের ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বগুড়ায় নেওয়ার প্রস্তুতি চলছে।
 

সি-সেফ লাইফগার্ডের আঞ্চলিক ব্যবস্থাপক ইমতিয়াজ আহমদ বলেন, সৈকতের বিভিন্ন স্থানে গুপ্তখাল থাকায় সেখানে সাঁতার কাটা ঝুঁকিপূর্ণ। লাবণী পয়েন্টে লাল পতাকা টাঙিয়ে আগে থেকেই সতর্ক করা ছিল। তাই পর্যটকদের সবসময় লাইফগার্ডের নির্দেশনা মেনে চলা উচিত।
 

উল্লেখ্য, এর আগে গত ৮ জুলাই মেরিন ড্রাইভের হিমছড়ি সৈকতে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী নিখোঁজ হন। তাঁদের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার হলেও অরিত্র হাসান নামের এক শিক্ষার্থী এখনও নিখোঁজ রয়েছেন।