ব্যবসায়ী অপহরণ: মুক্তিপণ ব্যাংকের মাধ্যমে, জানাজানি হলেই মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:০২ অপরাহ্ণ   |   ২২০ বার পঠিত
ব্যবসায়ী অপহরণ: মুক্তিপণ ব্যাংকের মাধ্যমে, জানাজানি হলেই মৃত্যু

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:-

 

মানিকগঞ্জের সাটুরিয়ায় মো. ইদ্রিস আলী নামে এক ব্যবসায়ীকে দুর্বৃত্তরা অপহরণ করেছে। শনিবার সন্ধ্যায় তিনি অপহরণের শিকার হন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
 

ভুক্তভোগীর স্ত্রী নিপা আক্তার জানান, অপহরণকারীরা মোবাইল ফোনে যোগাযোগ করে ৮ লাখ ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে, যা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে। পাশাপাশি সতর্ক করে দিয়েছে—যদি বিষয়টি পুলিশ বা সাংবাদিকদের জানানো হয়, তবে তার স্বামীর মরদেহ পাঠানো হবে।
 

ইদ্রিস আলী উপজেলার বালিয়াটি শিমুলিয়া গ্রামের বাসিন্দা এবং মো. নজর আলীর ছেলে। এ ঘটনায় তার ভাই আমিনুর ইসলাম রোববার সাটুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
 

নিপা আক্তার বলেন, রবিবার অপহরণকারীরা তিনবার ফোন দিয়ে মুক্তিপণের টাকা দাবি করেছে এবং টাকা না দিলে ইদ্রিসকে হত্যা করার হুমকি দিয়েছে। সোমবার আবার ফোন করে জানতে চায়, টাকা জোগাড় হয়েছে কি না। একইসঙ্গে হুমকি দেয়, আইনশৃঙ্খলা বাহিনী বা গণমাধ্যমকে জানানো হলে তার স্বামীকে হত্যা করা হবে।
 

এ সময় অপহরণকারীরা ইদ্রিস আলীকে ফোনে কথা বলার সুযোগ দেয়। নিপা জানান, তার স্বামী বলেছেন তিনি কোথায় আছেন তা জানেন না, তবে অপহরণকারীরা টাকার জন্য চাপ দিচ্ছে এবং টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে।
 

নিপা আরও বলেন, মুক্তিপণের টাকা কোথায় দিতে হবে জানতে চাইলে অপহরণকারীরা জানায়, লেনদেন ব্যাংকের মাধ্যমে করতে হবে। তারা বারবার তার স্বামীর মোবাইল থেকে ফোন করে হুমকি দিচ্ছে।
 

এ বিষয়ে সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালু জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।