সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সাবেক জ্যেষ্ঠ সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এক মামলার ভিত্তিতে শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
শহীদ খান ১৯৯৬ সালে তৎকালীন বিএনপি সরকারের বিরোধিতায় গঠিত ‘জনতার মঞ্চ’-এর অন্যতম সংগঠক ছিলেন। একই বছর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পান এবং ২০০১ সাল পর্যন্ত ওই দায়িত্ব পালন করেন। বিএনপি পুনরায় ক্ষমতায় এলে তাকে ওএসডি করা হয়। পরবর্তীতে ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর অল্প সময়ের মধ্যেই পরপর চার দফা পদোন্নতি পেয়ে তিনি স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব পদে আসীন হন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫