|
প্রিন্টের সময়কালঃ ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৫০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ জুন ২০২৫ ০৫:১৬ অপরাহ্ণ

পার্বত্য জেলা রাঙামাটিতে প্রথম  ইন্টারন্যাশনাল রেটিং দাবায় আমিনুল ইসলাম অপরাজিত  চ্যাম্পিয়ান


পার্বত্য জেলা রাঙামাটিতে প্রথম  ইন্টারন্যাশনাল রেটিং দাবায় আমিনুল ইসলাম অপরাজিত  চ্যাম্পিয়ান


হোসেন বাবলা-ক্রীড়া প্রতিবেদন:-


 



 
এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ রাঙ্গামাটি জেলার ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতি( সিসিপিএ)'র সহযোগিতায় "চট্টগ্রাম পার্বত্য জেলা রাঙ্গামাটিতে প্রথম ইন্টারন্যাশনাল রেটিং দাবা টুর্নামেন্ট- ২০২৫ ইং সফল ভাবে সম্পন্ন হয়েছে।


গত ২৭ ও ২৮ জুন ২দিনব্যাপী এই আয়োজনের আন্তর্জাতিক দাবা সংস্থা ফিদের স্বীকৃতিতে ৬ রাউন্ডের এই রেটিং দাবায় সাড়ে ৫পয়েন্ট পেয়ে আমিনুল ইসলাম অপরাজিত  চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে ।

 

সমান  ৬ খেলায় সাড়ে ৫পয়েন্ট পেয়ে ট্রাইব্রেকিংয়ে পিছিয়ে থাকায় শেখ রাসেদুল হাসান রানার্সআপ হয়েছে।


২দিনব্যাপী দাবা টুর্নামেন্টে ৫ পয়েন্ট পেয়েছে মুজিবুর রহমান( রহমান মুজিবুর)৩য় স্থান ,মোহাম্মদ জাকারিয়া ৪র্থ স্থান ,সমান খেলায় ৪.৫ পয়েন্ট পেয়ে শফিকুল ইসলাম ৫ম স্থান ,মীর্জা আরিফুর রহমান ৬ষ্ট,৪ পয়েন্ট পেয়ে রবিউল হোসেন ৭ম, দীবাকর চাকমা ৮ম, অভিক সরকার ৯ম ও ফয়সাল হোসেন ১০ম স্থান অর্জন করে পুরস্কার জিতেছেন।


এছাড়া অনুর্ধ ১৮  বিভাগে তাতুল চাকমা, মহিলা বিভাগে উন্মিয়া বিন্তে ইউছুপ লুবাবা, সিনিয়র বিভাগে মঞ্জুর আলম , নন রেটিং বিভাগে সুমন্ত চাকমা, রেটিং ১৪০০- ১৬৯৯ বিভাগে ফিদে রসুল,রেটিং ১৭০০-১৮৯৯ বিভাগে খাইরুল ইসলাম, ,রাঙ্গিমাটি জেলার মধ্যে নীরু চাকমা ১ম,সুজন চাকমা ২য়,দীপেন চাকমা ৩য়, এসিপিবি রাঙ্গামাটি বিভাগে দীপংকর চাকমা সেরা খেলোয়াড়ের পুরষ্কার অর্জন করেছেন বলে টুর্নামেন্টের ডেপুটি আরবিটার নুরুল আমিন জানিয়েছেন।


২দিন ব্যাপী আয়োজনের সমাপনী দিবসে এসিপিবি রাঙ্গামাটি জেলার সভাপতি ও জেলা শিক্ষা কর্মকর্তা সুরিৎ কুমার চাকমার সভাপতিত্বে ও  এসিপিবি'র সাধারণ সম্পাদক দীপংকর চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থা সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।


এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান বিচারক ও ফিদে আরবিটার প্রকৌশলী এস এম তারেক, ভেন্যু প্রধান ও রানী দয়াময়ী স্কুলের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক ,এসিপিআর সহসভাপতি আনোয়ারুল আল হক। এতে আরো সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের ডেপুটি আরবিটার নুরুল আমিন,চট্টগ্রামের দাবা সংগঠক মোঃ জাহাঙ্গীর আলম, সিসিপিএর দপ্তর সম্পাদক মোহাম্মদ সুলতান খাদেম সহ এসপিবি রাঙ্গামাটি পার্বত্য জেলার নেতৃবৃন্দ।


প্রথম এই আয়োজনে নগদ ৫০,০০০( পঞ্চাশ হাজার টাকা)অর্থ পুরষ্কার সহ  সুদর্শন ট্রফি , ক্রেষ্ট, মেডেল ও অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়েছে।   

 

বিশ্ব দাবা নিয়ন্ত্রণ সংস্থা ফিদে কর্তৃক অনুমোদিত ইন্টারন্যাশনাল এই রেটিং দাবা টুর্নামেন্টে ২৬জন রেটেড দাবাড়ু সহ মোট ৫৯ জন দাবাড়ু ,৬ জন সংগঠক, ৫ জন প্রশিক্ষক পার্বত্য জেলার প্রথম এই সফল আয়োজনে অংশ নেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫