প্রিন্ট করুন
প্রকাশকালঃ
২৩ মার্চ ২০২৩ ১২:৪৪ অপরাহ্ণ
|
৬০২ বার পঠিত
বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ঢাকায় এসেছেন। গতকাল মঙ্গলবার (২১ মার্চ) মধ্যরাতে তিনি লন্ডন থেকে ঢাকায় আসেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ বিষয়ে বলেন, শুনেছি তিনি ঢাকায় এসেছেন। তবে বিষয়ে আমি আর কিছু জানি না।
জানা গেছে, শর্মিলা রহমান তার শাশুড়ি খালেদা জিয়া অসুস্থ মাকে দেখতে এসেছেন। রাতে ঢাকায় পৌঁছে প্রথমে গুলশানে খালেদা জিয়ার বাসভবনে ওঠেন। সেখান থেকে সকালে বনানীতে মায়ের বাসায় যান।
এর আগে ২০২১ সালের অক্টোবর মাসে খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে শর্মিলা রহমান দেখতে ঢাকায় এসেছিলেন। সে সময় তিনি আড়াই মাস ঢাকায় ছিলেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ২০২২ সালের জানুয়ারির মাঝামাঝি সময়ে তিনি লন্ডন চলে যান।