জীবননগরে দুই ভারতীয় নাগরিক আটক করেছে বিজিবি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ এপ্রিল ২০২৫ ০৬:৩৬ অপরাহ্ণ   |   ৩৬৮ বার পঠিত
জীবননগরে দুই ভারতীয় নাগরিক আটক করেছে বিজিবি

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:-

 

চুয়াডাঙ্গার জীবননগর বাসস্ট্যান্ড এলাকা থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।
 

আটককৃতরা হলেন—ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তিলকচন্দ্রপুর গ্রামের হরলাল দাসের মেয়ে পুতুল দাস (৪৯) এবং তার ছেলে তাকের দাস (২৫)।
 

বিজিবি জানায়, জীবননগর বিওপির সুবেদার মো. হাফিজুর রহমানের নেতৃত্বে একটি টহল দল এই অভিযান পরিচালনা করে। আইনগত প্রক্রিয়া শেষে আটককৃতদের জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।