সীতাকুণ্ডে বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র্যালি; দৃঢ় প্রত্যয়ে বিএনপি প্রার্থীর ঘোষণা
সীতাকুণ্ড প্রতিনিধি:-
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সীতাকুণ্ডে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালি শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবর শাহ-পাহাড়তলী আংশিক) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন।

শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
বক্তব্যে কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন,
“৭ই নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসে এমন একটি দিন, যখন দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণ, সৈনিক ও ছাত্র সমাজ এক কাতারে দাঁড়িয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রকে সঠিক পথে ফেরানোর যে সাহসী ভূমিকা রেখেছিলেন, সেটি কোনো সময় মুছে ফেলবার নয়। আজও আমরা সেই চেতনা হৃদয়ে ধারণ করি।”
তিনি আরো বলেন,
“দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। আন্দোলনের প্রতিটি ধাপে আমরা জনগণের পাশে আছি এবং থাকব। নির্যাতিত মানুষের ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের পথচলা থামবে না। এই আসনে আমি প্রার্থী না, জনগণই প্রকৃত প্রার্থী। জয় হবে মানুষের।”
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, ৭ নভেম্বরের চেতনাই বিএনপির শক্তি। অন্যায়, দুঃশাসন এবং দমননীতির বিরুদ্ধে গণমানুষের সংগ্রাম কখনো থেমে থাকে না। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সকলকে একই প্ল্যাটফর্মে থেকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
র্যালিটি সীতাকুণ্ড পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫