মেলান্দহ থানা পরিদর্শন করেননবাগত পুলিশ সুপার জামালপুর
মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর জেলা প্রতিনিধি:
বুধবার (১০ ডিসেম্বর ২৫) সকাল ১০টায় নবাগত পুলিশ সুপার জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, জামালপুর মহোদয় মেলান্দহ থানা পরিদর্শন করেন।

এসময় সকল অফিসার ও ফোর্সদের মনোবল বৃদ্ধি ও কর্মক্ষেত্রে উৎসাহ প্রদান ও কাজের গতিকে ত্বরান্বিত করার জন্য পুলিশ সুপার মহোদয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।জামালপুর জেলার একটি টিম হিসেবে উপস্থিত সকল অফিসারদের 'জনগণের সেবায়' সর্বদা আন্তরিকতার সাথে কাজ করার প্রতি আহবান জানান।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় মেলান্দহ থানার সার্বিক কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন এবং সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন ও পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এর আগে পুলিশ সুপার মহোদয় মেলান্দহ থানায় পৌঁছালে জনাব মোঃ মোস্তাফিজুর রহমান ভূঁঞা, সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল), জামালপুর; মেলান্দহ থানার নব যোগদানকৃত অফিসার ইনচার্জ জনাব মোঃ ওবায়দুর রহমান, তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচছা জানান। পরে, থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, জামালপুর সহ জেলা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫