ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থানে কফিশপ ও পাবলিক টয়লেটের দরপত্র উন্মুক্তকরণ করা হয়েছে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩০ জুলাই ২০২৫ ০৪:২৬ অপরাহ্ণ   |   ১৪৭ বার পঠিত
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থানে কফিশপ ও পাবলিক টয়লেটের দরপত্র উন্মুক্তকরণ করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:-


ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন (ক) ৩২ নং ওয়ার্ডস্থিত সামসাবাদ নয়াবাজারে নবনির্মিত পাবলিক টয়লেট, (খ) শহীদ আব্দুল আলীম খেলার মাঠের মধ্যে অবস্থিত দোতলা বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় কফি হাউজ এবং নীচ তলায় ব্যায়ামাগারের পার্শ্বের পাবলিক টয়লেট, (গ) ধলপুরস্থিত মালতিলতা কাঁচাবাজার সংলগ্ন পাবলিক টয়লেট, (ঘ) নবাব সিরাজউদ্দৌলা পার্কের অভ্যন্তরে নির্মিত কফি শপ ও পাবলিক টয়লেট এবং (ঙ) সিদ্দিক বাজার মার্কেট ভবনের কার পার্কিং এবং ৩য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম তলার পাবলিক টয়লেট বাৎসরিক ভিত্তিতে ইজারার লক্ষ্যে আজ ৩০/০৭/২০২৫ খ্রি. তারিখ বেলা ০২.৩০ ঘটিকায় নগর ভবনস্থ ৩২৫ নং (৩য় তলা) কক্ষে ১ম পর্যায়ে প্রাপ্ত দরপত্রসমূহ উন্মুক্ত করা হয়।

 

উক্ত উন্মুক্তকরণ সভায় উল্লেখযোগ্য শহীদ আব্দুল আলীম খেলার মাঠের মধ্যে অবস্থিত দোতলা বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় কফি হাউজ এবং নীচ তলায় ব্যায়ামাগারের পার্শ্বের পাবলিক টয়লেট অনুকূলে "নাদিয়া এন্টারপ্রাইজ (সত্ত্বাধিকারীঃ নাদিয়া পাঠান পাপন)" কর্তৃক সর্বোচ্চ দরদাতা হয়েছেন। এছাড়াও ৩২ নং ওয়ার্ডস্থিত সামসাবাদ নয়াবাজারে নবনির্মিত পাবলিক টয়লেট এ মোহাম্মদ ইমরান এবং নবাব সিরাজউদ্দৌলা পার্কের অভ্যন্তরে নির্মিত কফি শপ ও পাবলিক টয়লেট এ মোঃ মনসুর আলী সর্বোচ্চ দরদাতা হয়েছেন।
 

শহীদ আব্দুল আলীম খেলার মাঠের সম্মুখ প্রান্ত (উৎস-গুগল ম্যাপ)



নাদিয়া পাঠান পাপন এ সময় ঢাকা প্রেস'কে বলেন, "বিগত সময় ফ্যাসিস্টদের হাত থেকে এই কফিশপ ও খেলার মাঠ জনগণের জন্য এখন থেকে উন্মুক্ত থাকবে। দেশ নেতা তারেক রহমানের নেতৃত্বে এখন লালবাগের যুব সমাজ মাঠে খেলাধুলার মাধ্যমে বিকশিত হবে।"