চট্টগ্রাম জশনে জুলুসে পদপিষ্ট হয়ে কিশোর সাইফুলের দাফন কাফনের দায়িত্ব নিলেন আন্জুমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০১:২০ অপরাহ্ণ   |   ১৪৫ বার পঠিত
চট্টগ্রাম জশনে জুলুসে পদপিষ্ট হয়ে কিশোর সাইফুলের দাফন কাফনের দায়িত্ব নিলেন আন্জুমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট

কাইয়ুম চৌধুরী ঃ

 

জশনে জুলুসে জনশ্রোতে পদপিষ্ট হয়ে কিশোর সাইফুলের দাফন,কাফন সহ যাবতীয় দায়িত্ব নিলেন আন্জুমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কতৃপক্ষ।


চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে মোহাম্মদ সাইফুলের মরদেহ গ্রহন করেন আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট'র সেক্রেটারি রজেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন, ট্রাস্টের ফিনেন্স সেক্রেটারি আলহাজ্ব কমর উদ্দিন সবুর এবং মুখপাত্র, মোছাহেব উদ্দিন বখতিয়ার সহ মৃতের পরিবারের সদস্যগন। সাথে সাথে মরদেহ গোসল কাফনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়। রাত ৯ টায় জামেয়া ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর পরিবারের সদস্যদের ট্রাস্টের কর্মকর্তারা শোক ও সমবেদনার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।