টমেটো ফেলে মহাসড়ক অবরোধ, ভ্যাট প্রত্যাহারের দাবি কৃষকদের

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ জানুয়ারি ২০২৫ ০৫:১৩ অপরাহ্ণ   |   ২৮৫ বার পঠিত
টমেটো ফেলে মহাসড়ক অবরোধ, ভ্যাট প্রত্যাহারের দাবি কৃষকদের

ঢাকা প্রেস
সুরুজ আলী,নাটোর জেলা প্রতিনিধি:-



 

বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে নাটোর-রাজশাহী মহাসড়কে টমেটো ফেলে সড়ক অবরোধ করেছেন কৃষকরা। এতে ঢাকা ও রাজশাহী রুটের শত শত যাত্রী দুর্ভোগে পড়েন।
 

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে নাটোর শহরের বেলঘড়িয়া বাইপাস এলাকায় এ অবরোধ অনুষ্ঠিত হয়। এর আগে, "বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যাহার কর, কৃষকের জীবন বাঁচাও"—এই স্লোগান নিয়ে বিক্ষোভে অংশ নেন কৃষকেরা। তারা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেন।
 

কৃষক রফিকুল ইসলাম জানান, কৃষকদের ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। এতে ফসল উৎপাদন খরচ বেড়ে গেলেও বাজারে ন্যায্যমূল্য মিলছে না। এক বিঘা জমিতে ৫০ হাজার টাকা খরচ করে উৎপাদিত টমেটো ২০ হাজার টাকাতেও বিক্রি হচ্ছে না, ফলে কৃষকরা ব্যাপক লোকসানে পড়ছেন।
 

অবরোধ চলাকালে বক্তব্য রাখেন কৃষক সৈয়দ আলী, নাজির উদ্দিন বাবু, আমান উল্লাহ, হাফিজুর রহমান, মইনুল ইসলামসহ অনেকে। কৃষকেরা দ্রুত বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানান।