|
প্রিন্টের সময়কালঃ ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৪:১৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বী ২৫ জন বাংলাদেশ জামায়াতে ইসলামে যোগ দিয়েছেন।


চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বী ২৫ জন বাংলাদেশ জামায়াতে ইসলামে যোগ দিয়েছেন।


মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াত কার্যালয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন।
 

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান।
 

শ্রী সুমন কর্মকার সাহার নেতৃত্বে এই ২৫ জনকে দলে স্বাগত জানান অধ্যাপক লতিফুর রহমান।
 

যোগদানকারীরা সবাই চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন—শ্রী সুমন কর্মকার সাহা, শ্রী চন্দন দাশ, সুকুমার পরামানিক, বক্ষনাথ ঠাকুর, শ্রী সুদর্শন মন্ডল, জয়নাল চৌধুরী, মন্টু লাল চৌধুরী, কানাই চৌধুরী, ভরত চৌধুরী, বাবলু মন্ডল, সতীশ মন্ডল, সিতু মন্ডল, সুমল মন্ডল ও দলন মন্ডলসহ আরও অনেকে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫