|
প্রিন্টের সময়কালঃ ১৭ ডিসেম্বর ২০২৫ ০৪:১৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ ডিসেম্বর ২০২৫ ১২:৪৪ অপরাহ্ণ

ছোট সাজ্জাদ জামিন পেলেন আরও তিন হত্যা মামলার


ছোট সাজ্জাদ জামিন পেলেন আরও তিন হত্যা মামলার


চট্টগ্রামের আলোচিত ডাবল মার্ডারসহ একাধিক হত্যা মামলার আসামি অ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ আরও তিনটি হত্যা মামলায় জামিন পেয়েছেন। উচ্চ আদালত থেকে জামিনসংক্রান্ত কাগজপত্র ইতিমধ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে বলে মঙ্গলবার কারা সূত্র নিশ্চিত করেছে।

 

এর আগে হাইকোর্ট থেকে আরও চারটি হত্যা মামলায় জামিন লাভ করেছিলেন ছোট সাজ্জাদ। ফলে মোট সাতটি হত্যা মামলায় তিনি জামিন পেলেন। তবে এসব মামলায় জামিন হলেও আপাতত মুক্তি মিলছে না তার।

 

চার মামলায় জামিন পাওয়ার খবরের পর গত রোববার চান্দগাঁও থানার দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় আদালতে। পাশাপাশি অন্য থানার মামলাগুলোতেও তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সূত্র জানিয়েছে।

 

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার বলেন, সাম্প্রতিক সময়ে ছোট সাজ্জাদের বিরুদ্ধে থাকা সাতটি হত্যা মামলার জামিনের কাগজপত্র পর্যায়ক্রমে কারাগারে এসে পৌঁছেছে। সর্বশেষ তিনটি মামলার মধ্যে রয়েছে চান্দগাঁও থানার তানভীর ছিদ্দিকী হত্যা মামলা, হৃদয় চন্দ্র তারুয়া হত্যা মামলা এবং ফজলে রাব্বী হত্যা মামলা।

 

সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে ১০টি খুনের মামলাসহ ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে জোড়া খুনসহ আলোচিত হত্যাকাণ্ডের মামলাও রয়েছে। তার স্ত্রী তামান্না শারমিনের বিরুদ্ধেও একাধিক খুনসহ অন্তত আটটি মামলা রয়েছে। সাজ্জাদ বর্তমানে রাজশাহী এবং তামান্না ফেনী জেলা কারাগারে বন্দি রয়েছেন। চলতি বছরের ১৫ মার্চ ঢাকা থেকে সাজ্জাদকে গ্রেফতার করে পুলিশ। হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের মো. জামালের ছেলে সাজ্জাদ। নগরীর বায়েজিদ, অক্সিজেন ও চান্দগাঁও থানা এলাকায় ‘ছোট সাজ্জাদ’ নামে পরিচিত। তাকে ধরিয়ে দিতে পুলিশ পুরস্কারও ঘোষণা করেছিল। গত ১০ মে নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ‘ছোট সাজ্জাদের’ স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে গ্রেফতার করা হয়েছিল। ছোট সাজ্জাদকে গ্রেফতারের পর তার স্ত্রী তামান্না ‘কাড়ি কাড়ি টাকা দিয়ে আদালত ও জামিন’ কিনে নেওয়ার কথা বলে দেশের আইন ও নিরাপত্তা সংস্থাকে অপমান করেন। তার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়েছিল। মূলত এর পরই ঢাকা থেকে সাজ্জাদকে গ্রেফতার করা হয়।

 

আন্ডারওয়ার্ল্ডের এই শীর্ষ সন্ত্রাসী একে একে হত্যা মামলায় জামিন লাভের কারণে পুলিশের মধ্যেও উদ্বেগ সৃষ্টি হয়েছে। আন্ডারওয়ার্ল্ড কাঁপানো এই শীর্ষ সন্ত্রাসী যাতে কারাগার থেকে বের হতে না পারেন সে ব্যাপারেও সতর্ক রয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

 

চান্দগাঁও থানার ওসি গণমাধ্যমকে জানান, শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদকে দুই মামলায় গ্রেফতার দেখাতে আদালতে আবেদন জানানো হয়েছে।

 

চট্টগ্রাম আদালতের এপিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেছেন, আবেদন দুটি আদালতে অপেক্ষায় রয়েছে। মামলায় গ্রেফতার দেখানোর ক্ষেত্রে আসামির উপস্থিতিতে শুনানি গ্রহণের বিধান রয়েছে। আসামিরা বর্তমানে বিভিন্ন কারাগারে আটক থাকায়, অনলাইন মাধ্যমে শুনানি গ্রহণের সুযোগ রয়েছে বলেও জানান তিনি। তিনি নিশ্চিত করেছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫