|
প্রিন্টের সময়কালঃ ১৫ ডিসেম্বর ২০২৫ ০১:৫৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ নভেম্বর ২০২৫ ০৬:৪৫ অপরাহ্ণ

মিজানুর রহমান আজহারি নিয়ে গুজব ছড়ালো সামাজিক মাধ্যমে


মিজানুর রহমান আজহারি নিয়ে গুজব ছড়ালো সামাজিক মাধ্যমে


সাম্প্রতিককালে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারি ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন—এমন গুজব ছড়িয়ে পড়েছে। তবে এই খবর সম্পূর্ণ ভুয়া, দাবি করেছেন জামায়াত।
 

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের সাংবাদিকদের জানান, “মিজানুর রহমান আজহারিকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব। এমন কিছু হওয়ার কোনো সম্ভাবনাই নেই।”
 

তিনি আরও বলেন, “ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকতে হবে এবং যাচাই-বাছাই ছাড়া রাজনৈতিক প্রার্থিতা সম্পর্কিত কোনো তথ্য বিশ্বাস করা উচিত নয়।”
 

এদিকে, একই দিনে দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট ও অনানুষ্ঠানিক প্রচারের কারণে অনেকেই বিষয়টিকে সত্য ধরে মিজানুর রহমান আজহারিকে অভিনন্দন জানান


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫