ড্যাবের তীব্র নিন্দা: স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে দুর্ব্যবহার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ আগu ২০২৪ ০৬:৪৮ অপরাহ্ণ   |   ৭৪১ বার পঠিত
ড্যাবের তীব্র নিন্দা: স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে দুর্ব্যবহার

ঢাকা প্রেস নিউজ


ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। গতকাল ঢাকার মহাখালী হাসপাতালে ঘটে যাওয়া এই ঘটনায় কতিপয় ব্যক্তি উপদেষ্টার সঙ্গে অসৌজন্য আচরণ করে।

 

ড্যাব স্পষ্ট করে বলেছে যে, তাদের কোনো সদস্য এই ঘটনার সঙ্গে জড়িত নয়। তারা উপদেষ্টার সুস্বাস্থ্য কামনা করে এবং অন্তর্বর্তী সরকারকে স্বাস্থ্য খাত সংস্কারে সহযোগিতা করবে। একইসঙ্গে তারা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে একজন যোগ্য ও সৎ চিকিৎসককে নিয়োগের জন্য অনুরোধ জানিয়েছে।
 

ড্যাব স্বাস্থ্য উপদেষ্টার প্রতি দুর্ব্যবহারের ঘটনায় ক্ষুব্ধ এবং স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারকে সহযোগিতা করবে।