ঠাকুরগাঁওয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩১ আগu ২০২৪ ০৬:২২ অপরাহ্ণ   |   ৬১৯ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

ঢাকা প্রেস
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) উপজেলা প্রতিনিধি:-



শনিবার সকালে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের দানাজপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে সলিরাম নামে এক ব্যক্তি মারা গেছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দানাজপুর গ্রামের সলিরামের পরিবারের সঙ্গে একই এলাকার সুশীলের পরিবারের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে তুমুল সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে সলিরাম গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও, কান্ত নামে আরও একজন আহত হয়েছেন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

সেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, "পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে সলিরামের মৃত্যু হয়েছে।"
 

পীরগঞ্জ থানার ওসি খাইরুল আনাম জানিয়েছেন, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।"