ফরিদপুরে থানা ও উপজেলা পরিষদে হামলা, অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০২:৩৪ অপরাহ্ণ   |   ৩৫ বার পঠিত
ফরিদপুরে থানা ও উপজেলা পরিষদে হামলা, অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগ

ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা উপজেলা পরিষদ ও থানা ভবনে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং উপজেলা অফিসার্স ক্লাবে আগুন ধরিয়ে দেয়। এ সময় উত্তেজিত জনতার ধাওয়া খেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভাঙ্গা মডেল মসজিদে আশ্রয় নিতে বাধ্য হন।
 

সাড়ে ১টার দিকে আলগী ইউনিয়নের সোয়াদী এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ভাঙ্গা গোলচত্বরে পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা সাংবাদিকদের ছবি ও ভিডিও ধারণে বাধা দেয়। পুলিশ বিক্ষোভকারীদের সড়ক থেকে সরানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। এর পরপরই উপজেলা পরিষদ, থানা ভবন ও অফিসার্স ক্লাবে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
 

এদিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ হেঁটে, ভ্যান-নসিমন বা মোটরসাইকেলে করে বিক্ষোভে যোগ দেন। বিক্ষোভের কারণে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে সাধারণ যাত্রীরা তীব্র ভোগান্তিতে পড়েন।
 

ঘটনার বিষয়ে ভাঙ্গা সার্কেল, থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।”