কুমিল্লার চান্দিনায় মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ২

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ আগu ২০২৪ ০৪:০৬ অপরাহ্ণ   |   ১১৪০ বার পঠিত
কুমিল্লার চান্দিনায় মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ২

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ


কুমিল্লার চান্দিনায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

 

শনিবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
 

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্রুত গতিতে আসা মাইক্রোবাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয় এবং দুইজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।