ঈশ্বরদীতে চাচাতো ভাইয়ের গুলিতে নিহত বিএনপি নেতা বীরু মোল্লা
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
ঈশ্বরদীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিএনপি নেতা বীরু মোল্লা নিহত হয়েছেন। সোমবার (১৭ ডিসেম্বর) সকালে লক্ষীকুন্ডা ইউনিয়নে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের ছেলে রাজিব মোল্লা জানিয়েছেন, ১৬ ডিসেম্বর রাতের দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা জহুরুল মোল্লা ও তার ছেলে আল আমিন মোল্লা জোরপূর্বক বীরু মোল্লার জমি থেকে ইটভাটার মাটি কেটে নেন। পরদিন (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে বীরু মোল্লা জমি সংক্রান্ত বিষয় জানতে জহুরুল মোল্লার সঙ্গে যোগাযোগ করলে তারা ক্ষিপ্ত হয়ে বীরুকে অবৈধ অস্ত্র দিয়ে মাথায় গুলি করে।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক তাসনিম তমান্না স্বর্ণা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সঙ্গে যুক্ত আওয়ামী লীগ নেতা জহুরুল মোল্লা এবং নিহত বিএনপি নেতা বীরু মোল্লা চাচাতো ভাই।
ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন বলেন, “আমাদের নেতা হত্যা করা হয়েছে। তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এটি কোন দলীয় বিরোধ নয়, নিহত বীরু মোল্লা আমার চাচাতো ভাই।”
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মমিনুজ্জামান বলেন, “বীরু মোল্লা নামে বিএনপি নেতা নিহত হয়েছেন—এটি আমরা শুনেছি। আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫