পাহাড়ে ঝুঁকিপূর্ণ ভবসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে জেলা প্রশাসনের জোর তৎপরতা....!

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ জুলাই ২০২৫ ১২:১৯ অপরাহ্ণ   |   ১৯২ বার পঠিত
পাহাড়ে ঝুঁকিপূর্ণ ভবসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে জেলা প্রশাসনের জোর তৎপরতা....!

হোসেন বাবলা (চট্টগ্রাম):-

 



চট্টগ্রামের লালখান বাজারস্থ বাঘঘোনা মোড়ে পাহাড় ধ্বসের আশংকা রয়েছে,তাই জেলা প্রশাসনের উদ্যোগে আজ বিকেলে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ ভাবে বসবাসকারী জন সাধারণকে পাশের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে জোর তৎপরতা চালাই। 
 

বসবাসকারীদের অবশ্যই আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়ার জন্য মাইকিং করা হয় এবং সতর্ক করা হয়।

চট্টগ্রামে গত ২/৩ ধরে একটানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ের উঁচু স্থানে বসবাসকারীদের বিপদ থেকে রক্ষায় সরকারি উদ্যোগের জন্য এক অভিযান চালানো হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, চট্টগ্রাম এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ইসরাফিল জাহান, আগ্রাবাদ ভূমি সার্কেলের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উদ্ধারকর্মীবৃন্দ। 


অভিযান কালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  ইসরাফিল  বৃষ্টিপাত অব্যাহত থাকা অবস্থায় এই অভিযান প্রতিনিয়তই চলমান থাকবে বলে জানিয়েছেন।