|
প্রিন্টের সময়কালঃ ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫২ অপরাহ্ণ

মুরাদনগর থেকে সিলেট ক্যান্টনমেন্ট যাওয়ার পথে সেনা সদস্য নিখোঁজ


মুরাদনগর থেকে সিলেট ক্যান্টনমেন্ট যাওয়ার পথে সেনা সদস্য নিখোঁজ


আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা প্রতিনিধিঃ-


 

কুমিল্লার মুরাদনগর থেকে সিলেট ক্যান্টনমেন্টে ফেরার পথে গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন সরকার মোহাম্মাদ হাবিবুল্লাহ (৩০) নামের এক সেনা সদস্য। তিনি মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার চাপিতলা ইউনিয়নের পুস্করিণীরপাড় গ্রামের মৃত গিয়াস উদ্দিন সরকারের ছেলে।
 

পরিবার সূত্রে জানা গেছে, হাবিবুল্লাহ গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) ছুটি কাটিয়ে মুরাদনগরের নগরপাড় এলাকায় শ্বশুরবাড়ি থেকে কর্মস্থল সিলেট ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি। তিনি কর্মস্থলেও যোগ দেননি।
 

এ ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর হাবিবুল্লাহর শাশুড়ি ফাতেমা বেগম মুরাদনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি নং ৭২৭) করেছেন। স্বজনদের দাবি, নিখোঁজ হওয়ার পর হাবিবুল্লাহর ব্যবহৃত মোবাইল ফোনে কল করা হলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এলাকায় একজন কল রিসিভ করেন। পরে ফোনটি বন্ধ করে দেওয়া হয়।
 

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, জিডি পাওয়ার পর থেকে সেনা সদস্যকে উদ্ধারের জন্য পুলিশ কাজ শুরু করেছে। তথ্যপ্রযুক্তি ব্যবহারের পাশাপাশি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫