পাওয়ার গ্রিড কোম্পানিতে পৃথক চার পদে মোট ১৬৩ জনকে নিয়োগ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ জুলাই ২০২৪ ০১:৪৬ অপরাহ্ণ   |   ৬৬৫ বার পঠিত
পাওয়ার গ্রিড কোম্পানিতে পৃথক চার পদে মোট ১৬৩ জনকে নিয়োগ

জনবল নেবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)। পৃথক চার পদে মোট ১৬৩ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

 

প্রতিষ্ঠান: পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)
পদের বিবরণ:

 

 

চাকরির ধরন: চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে এক বছরের প্রবেশনসহ পাঁচ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হবে। প্রবেশনকাল সফলতার সঙ্গে শেষ হলে পিজিসিবির চাকরি বিধি অনুযায়ী চাকরি নিশ্চিত করা হবে এবং ব্যক্তিগত কর্মমূল্যায়নের ভিত্তিতে পরবর্তী সময়ে চুক্তি নবায়ন করা হবে।

 

বয়সসীমা: ১ জুলাই ২০২৪ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর ও সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

 

আবেদন ফি: প্রতিটি পদের জন্য প্রার্থীকে ৮০০ টাকা আবেদন ফি টেলিটকের যেকোনো নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

 

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীরা পিজিসিবির এই https://pgcb.gov.bd/ ওয়েবসাইট বা এই http://pgcb.teletalk.com.bd/ ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।