পটুয়াখালীর কলাপাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ১৫ আহত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৪৮ অপরাহ্ণ   |   ৬১৬ বার পঠিত
পটুয়াখালীর কলাপাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ১৫ আহত

ঢাকা প্রেস
কুয়াকাটা প্রতিনিধি:-



পটুয়াখালীর কলাপাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৬টার দিকে ঢাকা-কুয়াকাটাগামী ইটালি পরিবহনের একটি বাস কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের মহিপুর ইউনিয়নের ইউসুফপুর গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে পড়ে যায়। এতে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি অতিরিক্ত গতিতে চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটে। কিছু যাত্রী অভিযোগ করেছেন, ঘটনার সময় চালক ঘুমিয়ে ছিলেন। দুর্ঘটনার পর বাসটির সুপারভাইজার ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
 

মহিপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার কারণ নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।