|
প্রিন্টের সময়কালঃ ১৫ ডিসেম্বর ২০২৫ ০১:২৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ ডিসেম্বর ২০২৫ ০৪:৪৫ অপরাহ্ণ

সীতাকুণ্ডে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপন


সীতাকুণ্ডে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপন


কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম:



চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপন করা হয়েছে। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতাঃ গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম। কবুতর উড়িয়ে উদ্বোধন করা হয় দিবসটি।


 


 

সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি সীতাকুণ্ডের আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহযোগিতায় র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 


 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ নাছির উদ্দীন ভূইয়া সভার সভাপতিত্ব করেন এবং আবু জাফর মোঃ ছাদেক সভার পরিচালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি নুরুন নবী, সহ-সভাপতি অধ্যাপক কফিল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা লুৎফর নেছা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসতিয়াক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা তাজাম্মল হোসেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী এবং সীতাকুণ্ড পৌরসদর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক।

 


 

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় সুধীজন অংশগ্রহণ করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫