চট্টগ্রাম-১১ আসনে দাঁড়িপাল্লার সমর্থনে দুই কিলোমিটারজুড়ে ‘রান ডে’ কর্মসূচি অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১১ ডিসেম্বর ২০২৫ ০৬:৪১ অপরাহ্ণ   |   ৫০ বার পঠিত
চট্টগ্রাম-১১ আসনে দাঁড়িপাল্লার সমর্থনে দুই কিলোমিটারজুড়ে ‘রান ডে’ কর্মসূচি অনুষ্ঠিত

 


হোসেন বাবলা:
চট্টগ্রাম-১১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শফিউল আলমের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার সমর্থনে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে ‘রান ডে’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
ইপিজেড থানা জামায়াতের আমীর আবুল মোকার্রম, কাউন্সিলর প্রার্থী ও শিক্ষাবিদ মোঃ সাহেদ, ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাংবাদিক মুহাম্মদ হোসাইন, ওয়ার্ড সভাপতি মোঃ ওসমান গনি, জামায়াত নেতা হাজী মুজিবুল হক বকুল, বিএম সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম বিশ্বাসসহ থানা, ওয়ার্ড, ইউনিট ও সাংগঠনিক ওয়ার্ডের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

৩৯ নম্বর ওয়ার্ডের সিমেন্ট ক্রসিং মোড় থেকে রান ডে শুরু হয়ে বন্দরের সল্টগোলা ক্রসিং এলাকায় গিয়ে কর্মসূচি শেষ হয়।

সমাপনী সমাবেশে আলহাজ্ব শফিউল আলম বলেন, চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতিবাজ দলকে মানুষ আর ভোট দেবে না। আগামী নির্বাচনে তরুণদের ভোট পড়বে দাঁড়িপাল্লায়।

কর্মসূচিতে বিপুলসংখ্যক স্থানীয় নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।