দক্ষিণ হালিশহর চেস ক্লাবের বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ জানুয়ারি ২০২৬ ০৩:০৪ অপরাহ্ণ   |   ৯১ বার পঠিত
দক্ষিণ হালিশহর চেস ক্লাবের বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ক্রীড়া ডেস্ক:

 

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী দক্ষিণ হালিশহর চেস ক্লাবের বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় নেভি হাসপাতাল গেটসংলগ্ন অস্থায়ী ক্লাব কার্যালয়ে এ উপলক্ষে বার্ষিক সাধারণ সভাও অনুষ্ঠিত হয়।

 


 

১৯৮৮ সালে প্রবীণ দাবাড়ু, সমাজসেবক ও শিক্ষানুরাগী মরহুম আবুল কালামের প্রতিষ্ঠিত দাবা ঘর থেকেই দক্ষিণ হালিশহর চেস ক্লাবের যাত্রা শুরু। প্রতিষ্ঠাতার স্মৃতি বিজড়িত এই ক্লাবের একাধিক খেলোয়াড় বর্তমানে দেশের বিভিন্ন দাবা সংগঠনের হয়ে প্রতিনিধিত্ব করছেন, যা দক্ষিণ হালিশহরের সুনাম ও গৌরবকে আরও উঁচুতে নিয়ে গেছে।

 


 

গত বছরে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে দক্ষিণ হালিশহর চেস ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়, কর্মকর্তা ও পৃষ্ঠপোষকদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চসিক প্রকৌশলী ও স্থানীয় সমাজসেবক-শিক্ষাসংগঠক মো. আবু ছিদ্দিক। উদ্বোধক অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সংগঠক ও কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ সাহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াংওয়ান ইপিজেড অফিসার মো. নূরুল আবছার।
 

ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. নূরুল কবির মুসা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. সেলিম, সমাজসেবক ও সংগঠক মো. রফিকুল ইসলাম, মো. আইয়ুব, শিক্ষক মো. আব্দুল হামিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন।
 

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মো. বখতিয়ার উদ্দিন, মো. শরীফ, মো. শফি, ক্লাবের ক্রীড়া সম্পাদক মো. শাহীন, দপ্তর সম্পাদক মো. আমান উল্লাহ, সিনিয়র সদস্য মো. শাহাদাত হোসেন, আ. রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
 

অনুষ্ঠানের শেষ পর্বে প্রীতি ভোজের মধ্য দিয়ে দক্ষিণ হালিশহর চেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।