|
প্রিন্টের সময়কালঃ ২৯ জানুয়ারি ২০২৬ ০১:০৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ জানুয়ারি ২০২৬ ০৪:২৫ অপরাহ্ণ

কুড়িগ্রামে গলাকাটা নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


কুড়িগ্রামে গলাকাটা নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


কুড়িগ্রাম প্রতিনিধি


 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মহিলা মহিমা বেগম, তিন সন্তানের জননী। এ ঘটনায় তার স্বামী বাবলু মিয়া পলাতক রয়েছেন।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার মধ্যরাতে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের বানিয়ার ভিটা গ্রামে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। সোমবার সকালে স্থানীয়রা ঘরের ভেতরে মহিমা বেগমের লাশ দেখে পুলিশকে খবর দেন।
 

স্থানীয়রা জানিয়েছেন, স্বামী-স্ত্রীর মধ্যে কোনও প্রকাশ্য বিরোধ ছিল না। দম্পতি একসঙ্গে মাছের ব্যবসা করতেন।
 

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন স্বামীকে ধরতে অভিযান চালানো হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬