মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-
চাঁপাইনবাবগঞ্জে আস্থা নাগরিক প্লাটফর্ম এর উদ্যোগে এবং ডেমক্রেসিওয়াচ এর বাস্তবায়নে “রাজনৈতিক, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহনশীলতায় সুশাসন ও গণতন্ত্র চর্চা” শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায়,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ও আস্থা নাগরিক প্লাটফর্মের সভাপতি মোঃ শাহ আলম এর সভাপতিত্বে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে মতামত প্রদান করেন। এর মধ্যে ছিলেন বিএনপি নেতা ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি, রানিহাটি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ রহমত আলী,জামায়াত নেতা ও সাবেক কাউন্সিলর মোঃ তোহরুল ইসলাম,এনসিপি নেতা নজরুল ইসলাম,ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবু সায়েম,সুজনের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল।
এছাড়াও আস্থা নাগরিক প্লাটফর্মের সদস্যরা সংলাপে অংশ নেন।বক্তারা বলেন, রাজনৈতিক সহনশীলতা, গণতান্ত্রিক সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করতে সকল দলের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আলোচনার বিকল্প নেই। তারা স্থানীয় ও জাতীয় পর্যায়ে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার জন্য যৌথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।