|
প্রিন্টের সময়কালঃ ২৯ জানুয়ারি ২০২৬ ০৩:৫০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ জানুয়ারি ২০২৬ ০১:৫৩ অপরাহ্ণ

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সংসদে শোক প্রস্তাব


খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সংসদে শোক প্রস্তাব


কূটনৈতিক প্রতিবেদক 


বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে। বুধবার (আজ) সংসদ অধিবেশনে এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হয়।
 

একই প্রস্তাবে রাজ্যসভার সাবেক দুই সদস্য এল. গানেসেন ও সুরেশ কালনাদির মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করা হয়।
 

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে শ্রদ্ধা জানাতে ঢাকায় সফর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।
 

এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভারত–বাংলাদেশ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, যা সব সময় স্মরণ করা হবে।
 

নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শোক বইতে স্বাক্ষর করে রাজনাথ সিং লেখেন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাই। ভারত ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে তাঁর উল্লেখযোগ্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬