শাহজালাল বিমানবন্দরে ৬ কেজি স্বর্ণ জব্দ: এক যাত্রী গ্রেফতার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ আগu ২০২৪ ০৭:২৪ অপরাহ্ণ   |   ৬৯১ বার পঠিত
শাহজালাল বিমানবন্দরে ৬ কেজি স্বর্ণ জব্দ: এক যাত্রী গ্রেফতার

ঢাকা প্রেস নিউজ


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় শুল্ক গোয়েন্দারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই স্বর্ণের বারগুলো উদ্ধার করে। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ৬ কেজি।

 

ঢাকা কাস্টম হাউস সূত্রে জানা যায়, সিঙ্গাপুর থেকে আসা এক যাত্রীর কাছ থেকে এই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাত্রীটি স্বর্ণের বারগুলো বাংলাদেশে অবৈধভাবে আনার কথা স্বীকার করেছেন। এই ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
 

শুল্ক কর্মকর্তারা জানিয়েছেন, দেশে স্বর্ণের চোরাচালান রোধে শুল্ক গোয়েন্দারা নিরন্তর তৎপর রয়েছে। এই ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।