বিজয় দিবসে সীতাকুণ্ড প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ ডিসেম্বর ২০২৫ ০১:৩৩ অপরাহ্ণ   |   ৪৫ বার পঠিত
বিজয় দিবসে সীতাকুণ্ড প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত 

সীতাকুণ্ড প্রতিনিধিঃ


মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ড প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটায় প্রেসক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাবেক সভাপতি এম হেদায়েত এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহসভাপতি খায়রুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল ফারুক, সাংবাদিক শেখ সালাউদ্দিন, আবুল খায়ের, সঞ্জয় চৌধুরী, মীর দিদার হোসেন টুটুল,নাছির উদ্দীন অনিক, আবুল খায়ের, নির্দেশ বড়ুয়া, কামরুল ইসলাম দুলু, সায়েদুল হক, ইকবাল হোসেন রুবেল, মুসলিম উদ্দিন প্রমূখ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের জন্য গর্বের। তাঁদের আদর্শ, দেশপ্রেম ও নৈতিক শক্তি ধারণ করেই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। বিশেষ করে গণমাধ্যমকর্মীদের দায়িত্ব হলো সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে জাতিকে সঠিক দিকনির্দেশনা দেওয়া। বক্তারা নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করে বলেন, শহীদদের অবদান তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।