ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার দাপট: বেআইনিভাবে বৃক্ষ নিধন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ নভেম্বর ২০২৪ ০৩:৫১ অপরাহ্ণ   |   ৬৭৮ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার দাপট: বেআইনিভাবে বৃক্ষ নিধন

ঢাকা প্রেস,ষ্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও):-


ঠাকুরগাঁও সদর উপজেলার তিন নং আকচা ইউনিয়নের আওতাধীন উত্তর ঠাকুরগাঁও গ্রামের মোঃ খায়রুজ্জামান এর বলদাপুকুর এলাকায় ৪ঠা নভেম্বর, আনুমানিক বিকাল ২:৩০ টার সময়, ঠাকুরগাঁও শহরের চিটাগাং মেশিনারিজের মোঃ জাহাঙ্গীর সাখা, যিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পরিচয়ে পরিচিত, তার দলবলসহ অবৈধভাবে গাছ কাটার কাজ শুরু করেন। কোর্টের কোনো নির্দেশনা ছাড়াই, ক্ষমতার দাপট দেখিয়ে তিনি খায়রুজ্জামানের ব্যক্তিগত বাগান থেকে বৃক্ষ নিধন করেন।

 

এ সময়, খায়রুজ্জামান এবং তার ছেলে কর্তৃক বাধা প্রদানের পর, মোঃ জাহাঙ্গীর সাখা গাছ কাটার কাজ অব্যাহত রেখে বলেন, "আমাকে চেনো, আমি ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। আমি বললে গাছ বাসায় নিয়ে আসবে।" এরপর, খায়রুজ্জামান ও তার ছেলেরা গাছ কাটার ভিডিও ধারণ করলে, জাহাঙ্গীর সাখা এবং তার দলবল ভিডিও ধারণে বাধা দেয়।
 

বিএনপির নাম ভাঙ্গিয়ে এমন ঘৃণ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে স্থানীয় জনগণ মোঃ জাহাঙ্গীর সাখা এবং তার দলবলসহ সংশ্লিষ্টদের বিচার দাবি করেছেন।