এইচএসসি পরীক্ষার চতুর্থ দিনে আইসিটি পরীক্ষায় অনুপস্থিত ছিল ১২ হাজারের বেশি পরীক্ষার্থী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১১ জুলাই ২০২৪ ০৩:৩৩ অপরাহ্ণ   |   ৯৭৮ বার পঠিত
এইচএসসি পরীক্ষার চতুর্থ দিনে আইসিটি পরীক্ষায় অনুপস্থিত ছিল ১২ হাজারের বেশি পরীক্ষার্থী

এইচএসসি পরীক্ষার চতুর্থ দিনে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি (আইসিটি) পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১২ হাজার ৮২৯ জন পরীক্ষার্থী। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ৭৬ জনকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, আটটি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১০ লাখ তিন হাজার ২২২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন নয় লাখ ৯০ হাজার ৩৯৩ জন। অনুপস্থিত ছিল ১২ হাজার ৮২৯ জন। আট বোর্ডে অনুপস্থিত হার ছিল ১ দশমিক ২৮ শতাংশ। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৭৬ জনকে বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে ৭৫ জন শিক্ষার্থী একজন পরিদর্শক।