বিদ্যুৎস্পৃষ্টে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ সেপ্টেম্বর ২০২৪ ০৬:১৬ অপরাহ্ণ   |   ৬২৬ বার পঠিত
বিদ্যুৎস্পৃষ্টে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ঢাকা প্রেস
টাঙ্গাইল প্রতিনিধি:-


 

টাঙ্গাইলের সখীপুরে এক মর্মান্তিক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পৌর এলাকার ১নং ওয়ার্ডের কাহারতা গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রায়হান উপজেলার এবি ব্যাংকের একজন শাখা ব্যবস্থাপক ছিলেন এবং তিনি পাহাড়কাঞ্চনপুর এলাকার মো. নূরু মিয়ার ছেলে।
 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রায়হান গতকাল তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। আজ সকালে গোসল করার সময় অসাবধানতাবশত পানির পাম্পের ভেজা সুইচে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

এই ঘটনার তদন্তে সখীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রভাষ কুমার বসু জানিয়েছেন, অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

এই মর্মান্তিক ঘটনাটি সকলকে সতর্ক করে দিচ্ছে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সর্বদা সাবধান থাকতে।