ময়মনসিংহে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ ডিসেম্বর ২০২৫ ০৪:৪২ অপরাহ্ণ   |   ১৭৯ বার পঠিত
ময়মনসিংহে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

 

ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে উদ্বোধন করা হয়েছে।
 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য আবু ওয়াহাব আকন্দ। এছাড়া ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার মোঃ আল আমীন ও অন্যান্য অতিথিরা অনুষ্ঠানটি উপস্থাপন করেন।
 

ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বিভাগের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।