ব্রাহ্মণবাড়িয়ার কুটিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ নভেম্বর ২০২৫ ০৫:৩৭ অপরাহ্ণ   |   ১৩৩ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার কুটিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে এই আগুনের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় এক কোটি টাকারও বেশি সম্পদের ক্ষতি হয়েছে।
 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে হঠাৎ বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ফার্মেসি, ইলেকট্রনিক্স, কনফেকশনারি ও মুদি দোকানসহ মোট ১০টি দোকান ভস্মীভূত হয়।
 

খবর পেয়ে কসবা ও আখাউড়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টানা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
 

কসবা ফায়ার সার্ভিসের টিম লিডার নাজমুল হুদা জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে কাজ চলছে বলে তিনি জানান।