|
প্রিন্টের সময়কালঃ ১৪ ডিসেম্বর ২০২৫ ০৬:২৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ ডিসেম্বর ২০২৫ ১২:০১ অপরাহ্ণ

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ


লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ


লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অফিসের নিচতলায় গুদামে সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
 

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা অফিসের নিচতলার জানালার কাচ ভেঙে ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় দারোয়ান আগুনের বিষয়টি টের পেয়ে চিৎকার করলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
 

পরে নির্বাচন অফিসের কর্মচারীরা ফায়ার সার্ভিসে খবর দেন। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে জেলা প্রশাসন, পুলিশ ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
 

জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডে অফিসের কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন দ্রুত শনাক্ত হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
 

এদিকে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন অফিসে এ ধরনের হামলা বাংলাদেশের অস্তিত্ব ও গণতান্ত্রিক ব্যবস্থার ওপর সরাসরি আঘাত। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
 

ঘটনার পর থেকে জেলা নির্বাচন অফিস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫