ময়মনসিংহে র‍্যাবের হাতে ৭২ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারী গ্রেফতার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ নভেম্বর ২০২৫ ০২:১৪ অপরাহ্ণ   |   ১১৬ বার পঠিত
ময়মনসিংহে র‍্যাবের হাতে ৭২ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারী গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:


 

ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪ কর্তৃক ৭২ বোতল বিদেশি মদসহ দুই জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।

 


 

র‌্যাব-১৪-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৭ নভেম্বর ২০২৫ খ্রিঃ রাত আনুমানিক ১০:৩০ মিনিটে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আলালপুর এলাকায়, এম এ খালেক ফিলিং স্টেশনের সামনে হালুয়াঘাট-ময়মনসিংহ পাকা সড়কে স্থাপিত চেকপোস্টে তল্লাশি অভিযান পরিচালনা করে। হালুয়াঘাট থেকে আসা একটি নীল-হলুদ রঙের পিকআপ চেকপোস্ট অতিক্রম করার সময় থামার জন্য সিগনাল দেয় র‌্যাব।
 

যখন ধৃত মাদক কারবারীদের প্লাস্টিকের বস্তার মধ্যে থাকা মালামালের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, তারা প্রথমে সন্তোষজনক কোনো উত্তর দিতে ব্যর্থ হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা অবৈধ মদ বহনের কথা স্বীকার করে।
 

গ্রেফতারকৃতদের নাম ও পরিচয় হলো:
১। মোঃ আব্দুস সালাম, বয়স ৪০,
২। মোঃ আব্দুল হালিম, বয়স ৩৫,
উভয়ই নালিতাবাড়ী থানা, শেরপুর জেলার বাসিন্দা।

 

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পিকআপ গাড়িটি তল্লাশি করলে ৭২ বোতল বিদেশি মদ, ২টি মোবাইল ফোন এবং একটি পিকআপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশি মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ৭,২০,০০০ (সাত লক্ষ বিশ হাজার) টাকা।
 

ধৃত মাদক কারবারীদের কোতোয়ালী থানায় আলামতসহ হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।