চট্টগ্রামের হালিশহরে শ্রমজীবী প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্টের সূচনা ম্যাচে ফ্রেন্ডস ইউনাইটেড ও নিউ স্টার জয়ী 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০১:৩১ অপরাহ্ণ   |   ১০০ বার পঠিত
চট্টগ্রামের হালিশহরে শ্রমজীবী প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্টের সূচনা ম্যাচে ফ্রেন্ডস ইউনাইটেড ও নিউ স্টার জয়ী 

ক্রীড়া প্রতিবেদন:-

 




নগরীর দক্ষিণ হালিশহর ৩৯ নং ওয়ার্ডে ২য় শ্রমজীবী প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্ট (৫ সেপ্টেম্বর) শুক্রবার বিকেলে সিডিএ বালুর মাঠে শুরু হয়েছে।

 




দিনের প্রথম ম্যাচে ফ্রেন্ডস ইউনাইটেড ৩-০গোল এফ সি টাইগার বয়েজ কে পরাজিত করে,দলনেতা অসীম ও আশরাফুল দলের পক্ষ গোল করেন। এই ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জয়ী দলের অসীম।

দিনের ২য় খেলায় তীব্র উত্তেজনা কর ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন নিউ স্টার ফুটবল একাডেমি ১-০ গোলে গতবারের সেমিফাইনালিষ্ট বাংলার টাইগার নেত্রকোনা দল কে পরাজিত করে। জয়ী দলের মোঃ বিজয় গোল দিয়ে ম্যাচ সেরা পুরস্কার জিতেন।

শুক্রবার বিকেলে জাতীয় সংগীত ও উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করে ১৬ দলের এই শ্রমজীবী প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রাক্তন ফুটবলার ও মেসার্স আনোয়ার ডেকোরেশনের পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসেন, উদ্ধোধক অতিথি ছিলেন বর্ষিয়ান ফুটবলার, সংগঠক মোঃ আসলাম । এসময় আরো উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ হারুন, প্রাক্তন ফুটবলার ও কোচ মোঃ আলাউদ্দিন, ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সংগঠক মোঃ আব্দুল কাইয়ুম।

টুর্নামেন্টের সমন্বয়কারী মোঃ মামুনের পরিচালনায় উদ্ধোধনী সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী সমন্বয়ক মোঃ জাহিদ হোসেন রুবেল,আব্দুস সালাম, মোঃ মহিউদ্দিন, মামুন। 

খেলা পরিচালনা করেন রেফারি মোঃ কামাল হোসেন, মোঃ মাসুদ রানা ও রুবেল।

শুধুমাত্র কর্মজীবী ও শ্রমজীবীদের এই টুর্নামেন্টের ম্যাচ শুক্রবার,শনিবার ও সরকারি ছুটির দিন ২ টি করে খেলা অনুষ্ঠিত হবে।