মহান বিজয় দিবসে সীতাকুণ্ডে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ ডিসেম্বর ২০২৫ ০৩:০১ অপরাহ্ণ   |   ২৯ বার পঠিত
মহান বিজয় দিবসে সীতাকুণ্ডে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম:


 

সীতাকুণ্ড (চট্টগ্রাম), ১৬ ডিসেম্বর — মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে সীতাকুণ্ডে বিজয় র‍্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম–৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন।
 

বিজয় র‍্যালি শুরুর আগে সকালে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন দুলাল এবং সঞ্চালনা করেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম শামসুল আলম আজাদ।
 

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব লায়ন গাজী মোহাম্মদ সুজাউদ্দিন, ৭ নম্বর কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দোহা এবং সীতাকুণ্ড উপজেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন।
 

বক্তব্যে কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন, মহান মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ছিল সেই সংগ্রামের চূড়ান্ত দিকনির্দেশনা। তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও সুসংগঠিত ও শক্তিশালী হচ্ছে।
 

সভায় আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর, কুমিরা, মুরাদপুর, বাঁশবাড়িয়া, সোনাইছড়ি ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা, সীতাকুণ্ড পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, ওলামা দল এবং স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।
 

আলোচনা সভা শেষে বিজয় র‍্যালিটি সীতাকুণ্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনারে ফুল অর্পণের মাধ্যমে শেষ হয়। র‍্যালিতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।