মাগুরায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত দুই শিক্ষার্থীর মরদেহ উত্তোলনকে কেন্দ্র করে উত্তেজনা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ অক্টোবর ২০২৪ ০২:১০ অপরাহ্ণ   |   ৯৭৮ বার পঠিত
মাগুরায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত দুই শিক্ষার্থীর মরদেহ উত্তোলনকে কেন্দ্র করে উত্তেজনা

ঢাকা প্রেস নিউজ



গত ৪ আগস্ট মাগুরা সদরের মহম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত দুই কিশোরের মরদেহ দাফনের ৫৭ দিন পর ময়নাতদন্তের জন্য উত্তোলনের ঘটনা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। নিহতদের পরিবার ও স্থানীয়রা এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

 

আহাদ বিশ্বাস (১৭) ও সুমন শেখ (১৮) নামে দুই কিশোর বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণের সময় পুলিশের গুলিতে নিহত হন।
 

সোমবার (১ অক্টোবর) আদালতের নির্দেশে আহাদের মরদেহ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়। তবে সুমনের মরদেহ উত্তোলনের সময় তার বাবা বিরোধিতা করায় তা সম্ভব হয়নি।
 

নিহতদের পরিবাররা আলাদা আলাদা করে হত্যা মামলা করেছে। মামলায় অভিযুক্তদের অধিকাংশই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
 

স্থানীয়দের প্রতিক্রিয়া: স্থানীয়রা মনে করেন, ময়নাতদন্ত ছাড়াই দাফন করা মরদেহ উত্তোলন করা অমর্যাদাকর।