মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:-
জামালপুরের মাদারগঞ্জে বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।”

উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন চৌধুরী। সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুমন চৌধুরী বলেন, বেগম রোকেয়া নারী শিক্ষার অগ্রদূত ও সমাজজাগরণের প্রতীক। তার আদর্শ অনুসরণ করে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা জোরদারের মাধ্যমে নারীর অগ্রযাত্রা আরও সুগম হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আর্থিকভাবে সাফল্য অর্জনকারী নারী শিল্পী বেগম এবং সফল জননী সামিনা জাহান। বক্তৃতায় তারা বলেন, আত্মবিশ্বাস, পরিশ্রম ও প্রয়োজনীয় সহায়তা পেলে নারীরা সব ক্ষেত্রেই সাফল্য দেখাতে পারে।
সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য পাঁচজন অদম্য নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, নারী নেত্রীসহ সুধীজন উপস্থিত ছিলেন।