কক্সবাজারে সৈকতে গোসল করতে গিয়ে পর্যটকের মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪২ অপরাহ্ণ   |   ৭৬১ বার পঠিত
কক্সবাজারে সৈকতে গোসল করতে গিয়ে পর্যটকের মৃত্যু

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-

 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন ঢাকার বংশাল এলাকার বাসিন্দা নাফি শাহরিয়ার (৩০)।
 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে নাফি শাহরিয়ার তার স্ত্রীর সাথে কক্সবাজারে বেড়াতে আসেন এবং ইনানী এলাকার একটি হোটেলে অবস্থান করেন। দুপুরে তারা দুজনে মিলে সমুদ্র সৈকতে গোসল করতে যান। ভাটার সময় প্রবল স্রোতের কারণে তারা দুজনেই সাগরে ভেসে যেতে থাকেন। আশপাশের লোকজন নাফি শাহরিয়ারের স্ত্রীকে উদ্ধার করতে সক্ষম হলেও, নাফি নিখোঁজ হয়ে যান।
 

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ খোঁজাখুঁজি শেষে বিকেল পৌনে ৫টার দিকে ইনানী এলাকার সৈকতে নাফি শাহরিয়ারের মরদেহ উদ্ধার করা হয়।
 

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আশিকুর রহমান জানিয়েছেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
 

এই ঘটনাটি পর্যটকদের জন্য সতর্কবার্তা স্বরূপ। সমুদ্র সৈকতে গোসল করার সময় সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরী।