১৫০টি উপজেলার প্রায় ৩৫ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার
প্রিন্ট করুন
প্রকাশকালঃ
২৩ জানুয়ারি ২০২৪ ০৬:২৬ অপরাহ্ণ
|
৪০৭ বার পঠিত
বাংলাদেশ সরকার দেশের ১৫০টি উপজেলার প্রায় ৩৫ লাখ শিক্ষার্থীকে সপ্তাহে পাঁচ দিন পুষ্টিকর শুকনা খাবার দেওয়ার উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের দুধ, ডিম, মৌসুমি ফল, কলা, ফর্টিফাইড বিস্কুট, কেক ও পাউরুটি দেওয়া হবে।
এই প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের দারিদ্র্যপ্রবণ এলাকাগুলোর শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত হবে। শিক্ষার্থীদের মেধার বিকাশ বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রকল্পটি বাস্তবায়নে চার হাজার ৭৫৯ কোটি টাকা ব্যয় করা হবে। এই অর্থের মধ্যে চার হাজার ৬৯৫ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং ৪৭ কোটি ৫৯ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে।
প্রকল্পটি ২০২৪-২৫ অর্থবছরে শুরু হবে এবং ২০২৭-২৮ অর্থবছরে শেষ হবে।
এই প্রকল্পের বাস্তবায়ন হলে বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন আসবে। শিক্ষার্থীরা পুষ্টিকর খাবার পাওয়ার ফলে তাদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে।