|
প্রিন্টের সময়কালঃ ২৯ জানুয়ারি ২০২৬ ১০:১৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ জানুয়ারি ২০২৬ ০৬:৫৮ অপরাহ্ণ

শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ


শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ


জরুরি পুনর্বাসন কাজের কারণে আগামী শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর একাধিক এলাকায় টানা ১০ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে। এ সময় সংশ্লিষ্ট এলাকার সব শ্রেণির গ্রাহককে ভোগান্তির মুখে পড়তে হতে পারে।
 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য জানায়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেমরা সিজিএস থেকে তেজগাঁও টিবিএসগামী গ্যাস পাইপলাইনের প্রায় ৫৮০ ফুট অংশ মানিকদিয়া এলাকায় উন্মুক্ত হয়ে পড়েছে। এ কারণে জরুরি ভিত্তিতে পুনর্বাসন কাজ পরিচালনা করা হবে।
 

এ কাজের জন্য আগামী শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, তেজগাঁও, নন্দীপাড়া, বাসাবো, খিলগাঁও, বনশ্রী, রামপুরা ব্রিজ থেকে মালিবাগ চৌধুরীপাড়া এলাকা, মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), শাহজাহানপুর ও গোপীবাগ এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
 

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬