|
প্রিন্টের সময়কালঃ ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৫২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ জুলাই ২০২৫ ০৫:৫২ অপরাহ্ণ

ভাল ফলাফল পেতে নামীদামী বিদ্যালয় লাগেনা,বেশী বেশী লেখাপড়া করতে হবে,,,,,দিদারুল আলম


ভাল ফলাফল পেতে নামীদামী বিদ্যালয় লাগেনা,বেশী বেশী লেখাপড়া করতে হবে,,,,,দিদারুল আলম


কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ-


 


 

সীতাকুণ্ডের পন্হিছিলা উচ্চ বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী দিদারুল আলম বলেন,পরিক্ষায় ভাল রেজাল্ড পেতে নামী নামী বিদ্যালয়ের প্রয়োজন নেই,যেকোন বিদ্যালয় থেকে পরিক্ষা দিয়ে ও সর্বোচ্চ নাম্বার পাওয়া সম্ভব,তবে শিক্ষার্থীকে  মনোযোগী হয়ে দীর্ঘ সময় লেখাপড়া করতে হবে। 

তিনি আজ বুধবার ( ২৩ জুলাই) পন্হিছিলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরো বলেন,আমি নিজেও এই পন্হিছিলা উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি,র ভাল রেজাল্ড নিয়ে পাশ করেছি,পরে বিশ্ববিদ্যালয়,এবং লন্ডনেও উচ্চ ডিগ্রি নিয়েছি,বর্তমানে  দেশে বিদেশে ব্যবসা করছি।  ছাত্রছাত্রী,ছেলে - মেয়েরা সময় মতো সঠিক সময়ে লেখাপড়া করছে কিনা নজর রাখতে তিনি সকল অভিবাবক, শিক্ষকগন  নজরদারী রাখার আহবান জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কক্ষে  নব নির্বাচিত সভাপতিতে ক্রেস্ট দিয়ে বরণ করে নেন প্রধান শিক্ষক তপন কুমার,এলাকার শিক্ষানুরাগী ও রাজনীতিতিবিদ ইউছুফ নিজামী,শিক্ষক হেলাল উদ্দিন,কাজী এনামুল বারী,আবু সিদ্দিক বাল্লা,মোহাম্মদ ইসমাইল হোসেন,আব্দুল আলী রুবেল,মোহাম্মদ আলাউদ্দিন, ইলিয়াছ ভূট্রো,মোঃ ফারুক,আব্দুল হান্নান সহ বিভিন্ন শিক্ষক শিক্ষিকাবৃন্দ। 

বক্তারা বলেন,পন্হিছিলা উচ্চ বিদ্যালয় কে সংবর্ধীত সভাপতির পরিচালনায়  উপজেলার শেষ্ঠ বিদ্যালয়ে রুপান্তিত করার অঙ্গিকার প্রকাশ করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫