শখের বশে মাছ ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০১:২৩ অপরাহ্ণ   |   ৬২৭ বার পঠিত
শখের বশে মাছ ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

ঢাকা প্রেস
তালা উপজেলা (সাতক্ষীরা) প্রতিনিধি:-


 

সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী গ্রামে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। শখের বশে দলুয়া নদীতে মাছ ধরতে গিয়ে অভিলাষ ঢালী ওরফে উদয় (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
 

নিহত অভিলাষ পাকশিয়া গ্রামের পরিতোষ ঢালীর ছেলে। তার ভাই স্বপন ঢালী জানিয়েছেন, মঙ্গলবার সকালে অভিলাষ মাছ ধরতে গিয়ে বেলা ১১টার পর হঠাৎ নিখোঁজ হয়। পরে স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। বিকেলে ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
 

পাটকেলঘাটা থানার ওসি মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিলাষ নদীতে জাল হারিয়ে যাওয়ায় তা খুঁজতে নদীতে ঝাঁপ দিয়েছিলেন। পরে আর উপরে উঠে আসেননি।