সাংবাদিকরা লেজুড়বৃত্তিমুক্ত গণমাধ্যম গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ আগu ২০২৪ ০৮:৩০ অপরাহ্ণ   |   ৭৫৩ বার পঠিত
সাংবাদিকরা লেজুড়বৃত্তিমুক্ত গণমাধ্যম গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ঢাকা প্রেস নিউজ


সাংবাদিকরা লেজুড়বৃত্তিমুক্ত গণমাধ্যম গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সাংবাদিক আহম্মদ ফয়েজ সভায় ১৩ দফা দাবি তুলে ধরে বলেন, আন্দোলনকালে নিহত ও আহত সাংবাদিকদের বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। গণমাধ্যম পরিচালনার ব্যাপক সংস্কারের জন্য উচ্চ পর্যায়ের কমিশন গঠনের দাবি জানানো হয়। সাগর-রুনি হত্যাকান্ডসহ সাংবাদিকদের হত্যা, গুম, নির্যাতন ও হয়রানির বিচার নিশ্চিত করতে হবে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের বাংলাদেশ প্রতিনিধি সেলিম সামাদসহ অন্যান্য সাংবাদিকরা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সাংবাদিক আহম্মদ ফয়েজ সভায় ১৩ দফা দাবি তুলে ধরে বলেন, আন্দোলনকালে নিহত ও আহত সাংবাদিকদের বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

গণমাধ্যম পরিচালনার ব্যাপক সংস্কারের জন্য উচ্চ পর্যায়ের কমিশন গঠনের দাবি জানানো হয়।

সাগর-রুনি হত্যাকান্ডসহ সাংবাদিকদের হত্যা, গুম, নির্যাতন ও হয়রানির বিচার নিশ্চিত করতে হবে।

রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের বাংলাদেশ প্রতিনিধি সেলিম সামাদসহ অন্যান্য সাংবাদিকরা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।